উপদেশ মূলক ছোট গল্প

. একদিন এক কৃষকের গাধা গভীর কুয়ায়
পড়ে গেলো। গাধাটা করুণ সুরে কেঁদে
কৃষকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা
চালাতে লাগলো। কৃষক ভাবলো
যেহেতু গাধাটা বৃদ্ধ হয়ে গেছে,
কাজেই একে উদ্ধারের ঝামেলায় না
গিয়ে মাটি ফেলে কুয়ার মাঝেই কবর
দিয়ে ফেললেই ল্যাঠা চুকে যায়।
কাজেই কৃষক শাবল দিয়ে মাটি
ফেলতে লাগলো গাধার উপর। প্রথমে
গাধা ঘটনা আঁচ করতে পেরে চিৎকার
করে গলা ফাঁটিয়ে কাঁদতে লাগলো।
কিন্তু কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেলো।
কৃষক এই নিরবতার কারণ উদ্ঘাটন করতে
গিয়ে কুয়ার
ভিতর উঁকি দিয়ে অবাক হয়ে গেলো।
প্রতিবার যে ই গাধাটার উপর মাটি
ফেলা হয়েছে, সে তা পিঠ ঝাড়া
দিয়ে ফেলে দিয়ে সেই মাটিকে
ধাপ বানিয়ে একধাপ একধাপ করে বেশ
খানিকটা উপরে উঠে এসেছে। এটা
দেখে কৃষক আরো মাটি ফেললো এবং
পরিশেষে গাধাটা
বের হয়ে আসলো কুয়া থেকে।
উপদেশঃ জীবন আপনার উপর শাবল ভর্তি
মাটি ফেলবে এটাই স্বাভাবিক।
আপনার কাজ হচ্ছে সেই চাপা দেয়ার
মাটিকেই কাজে লাগিয়ে উপরে
উঠা। প্রতিটি সমস্যাই আসলে
সমাধানের একটি করে ধাপ, যদি আপনি
তা কাজে লাগানোর মতো ইতিবাচক
হয়ে থাকেন। যেকোন সুগভীর কুয়া
থেকেই মুক্তিলাভ সম্ভব, যদি না আপনি
হাল ছেড়ে দেন।

Comments

Popular posts from this blog

**একটা উপদেশ মূলক গল্প**

"একটি শিক্ষা মুলক গল্প"