Posts

Showing posts from March, 2017

লোভী শিয়াল ও ইঁদুরের গল

রংধনু আসরের কাছের ও দূরের শিশু- কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। তোমরা নিশ্চয়ই 'লোভে পাপ, পাপে মৃত্যু' এবং অতি লোভে তাঁতি নষ্ট- এই প্রবাদ দুটি শুনেছো। এই প্রবাদ দুটির মধ্যে লোভের ফল ও এর পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। তারপরও অনেক মানুষ লোভ-লালসার কাছে নিজেকে বন্দি করে ফেলে। একজন লোভী ব্যক্তি সমাজের জন্য দুঃখ- কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আর এ কারণেই রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা লোভ থেকে বিরত থাকো, কারণ তোমাদের পূর্ববর্তীদের অনেকেই লোভের কারণে ধ্বংস হয়েছে। রাসূলেখোদা আরো বলেছেন, একজন লোভী ব্যক্তি সাত ধরনের জটিল সমস্যার মুখোমুখি হয়। সমস্যাগুলো হলো- ১. দুশ্চিন্তাগ্রস্ততা- যা তার দেহের ক্ষতি করে এবং জীবনের জন্যও ক্ষতিকর। ২. বিষণ্নতা- যার শেষ নেই। ৩. ক্লান্তি- যা থেকে মৃত্যুই একমাত্র পরিত্রাণ এবং ওই পরিত্রাণের সঙ্গে সঙ্গে লোভীরা আরও বেশি ক্লান্তিতে পৌঁছে যায়। ৪. ভীতি- যা অহেতুক তার জীবনে অশান্তি সৃষ্টি করে ৫ দুঃখ- যা বিনা প্রয়োজনে তার জীবনে বিশৃঙ্খলা ঘটায় ৬. বিচার- যা আল্লাহর শাস্তি থেকে তাকে রক্ষা করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা না করেন।

একটি নিতি গল্প প্লাস আজকের বাস্তবতা।

এটা একটা উপদেশ মূলক সংগৃহিত গল্প: অনেকদিন আগে এক হিন্দু ঋষি তার দুজন শিষ্য সহ নদীর ধার দিয়ে হেটে যাচ্ছিলেন এ সময় তারা দেখলেন দুজন ব্যাক্তি প্রচন্ড জোরে জোরে একে অপরের সাথে বাকবিতন্ডায় লিপ্ত। ঋষি তার শিষ্যদেরকে প্রশ্ন করলেন এরা কি করছে? শিষ্যরা বলল মান্যবর এরা ঝগড়া করছে। ঋষি কিছু বললেন না। ডেরায় ফিরে তিনি তার শিষ্যদেরকে ডেকে বললেন আচ্ছ বলত পথে যে দুজন ব্যাক্তিকে তোমরা ঝগড়া করতে দেখলে তারা একে অপরের কাছে থাকার পরেও কেন এত জোরে চিৎকার করে কথা বলছিল? শিষ্যরা বিভিন্ন রকম উত্তর দিল কিন্ত কোনটাই ঋষির মনমত হলোনা। সবশেষে ঋষি বললনে যখন দুজন ব্যাক্তি কলহে লিপ্ত হয় তখন তাদের দুটি হৃদয়ের দুরত্ব অনেক বেড়ে যায় আর সেই দুরত্বের কারণেই একে অপরের সাথে চিৎকার করে কথা বলতে হয়। পক্ষান্তরে কি ঘটে যখন একজন ব্যাক্তি অপরজনের ভালোবাসায় আবদ্ধ হয়? তখন আর চিৎকার করতে হয়না মৃদু ভাষায় বললই হয়।তাদের দুটি হৃদয়ের দুরত্ব একেবারে কমে যায় অথবা থাকেই না। ঋষি বলতে থাকলেন আর এই ভালোবাসা যখন উত্তরোত্তর বাড়তে থাকে তখন কি ঘটে,তখন ফিসফিস করে বললেও চলে অথবা চোখের চাহনিতেও একজন অন্যজনের কথা বুঝতে পারে। তাই শিষ্যরা যখন তোমরা একে অন

উপদেশ মূলক ছোট গল্প

. একদিন এক কৃষকের গাধা গভীর কুয়ায় পড়ে গেলো। গাধাটা করুণ সুরে কেঁদে কৃষকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাতে লাগলো। কৃষক ভাবলো যেহেতু গাধাটা বৃদ্ধ হয়ে গেছে, কাজেই একে উদ্ধারের ঝামেলায় না গিয়ে মাটি ফেলে কুয়ার মাঝেই কবর দিয়ে ফেললেই ল্যাঠা চুকে যায়। কাজেই কৃষক শাবল দিয়ে মাটি ফেলতে লাগলো গাধার উপর। প্রথমে গাধা ঘটনা আঁচ করতে পেরে চিৎকার করে গলা ফাঁটিয়ে কাঁদতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেলো। কৃষক এই নিরবতার কারণ উদ্ঘাটন করতে গিয়ে কুয়ার ভিতর উঁকি দিয়ে অবাক হয়ে গেলো। প্রতিবার যে ই গাধাটার উপর মাটি ফেলা হয়েছে, সে তা পিঠ ঝাড়া দিয়ে ফেলে দিয়ে সেই মাটিকে ধাপ বানিয়ে একধাপ একধাপ করে বেশ খানিকটা উপরে উঠে এসেছে। এটা দেখে কৃষক আরো মাটি ফেললো এবং পরিশেষে গাধাটা বের হয়ে আসলো কুয়া থেকে। উপদেশঃ জীবন আপনার উপর শাবল ভর্তি মাটি ফেলবে এটাই স্বাভাবিক। আপনার কাজ হচ্ছে সেই চাপা দেয়ার মাটিকেই কাজে লাগিয়ে উপরে উঠা। প্রতিটি সমস্যাই আসলে সমাধানের একটি করে ধাপ, যদি আপনি তা কাজে লাগানোর মতো ইতিবাচক হয়ে থাকেন। যেকোন সুগভীর কুয়া থেকেই মুক্তিলাভ সম্ভব, যদি না আপনি হাল ছেড়ে দেন।