Posts

Showing posts from May, 2017

স্রষ্টা ভালো কাজের বেলায় প্রশংসা নেন, খারাপ কাজের দায় কেনো নেন না?

Image
প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদ স্রষ্টা ভালো কাজের বেলায় প্রশংসা নেন, খারাপ কাজের দায় কেনো নেন না? ক্লাশে নতুন একজন স্যার এসেছেন।নাম- মফিজুর রহমান। হ্যাংলা-পাতলা গড়ন।বাতাস আসলেই যেনো ঢলে পড়বে মতন অবস্থা শরীরের।ভদ্রলোকের চেহারার চেয়ে চোখ দুটি অস্বাভাবিক রকম বড়।দেখলেই মনে হয় যেন বড় বড় সাইজের দুটি জলপাই, কেউ খোদাই করে বসিয়ে দিয়েছে। ভদ্রলোক খুবই ভালো মানুষ।উনার সমস্যা একটিই- ক্লাসে উনি যতোটা না বায়োলজি পড়ান, তারচেয়ে বেশি দর্শন চর্চা করেন।ধর্ম কোথা থেকে আসলো, ঠিক কবে থেকে মানুষ ধার্মিক হওয়া শুরু করলো, 'ধর্ম আদতে কি' আর, 'কি নয়' তার গল্প করেন। - আজকে উনার চতুর্থ ক্লাশ। পড়াবেন Analytical techniques & bio-informatics। চতুর্থ সেমিষ্টারে এটা পড়ানো হয়। স্যার এসে প্রথমে বললেন,- 'Good morning, guys....' সবাই সমস্বরে বললো,- 'Good morning, sir...' এরপর স্যার জিজ্ঞেস করলেন,- 'সবাই কেমন আছো? ' স্যারের আরো একটি ভালো দিক হলো- উনি ক্লাশে এলে এভাবেই সবার কুশলাদি জিজ্ঞেস করেন।সাধারণত হায়ার লেভেলে যেটা সব শিক্ষক করেন না। তারা রোবটের মতো ক্লাশে আসেন,যন্

স্বাস্থ্যরক্ষা ও চিকিৎসাবিজ্ঞান : ইসলাম ও বিজ্ঞানের আলোকে

Image
প্রথমেই জানা যাক,স্বাস্থ্য বলতে কি বুঝায়............ “Health is a state of complete physical, mental, social and spiritual wellbeing and not merely an absence of disease or infirmity, so that each citizen can lead a socially and economically productive life.”------WHO’s definition (1948) স্বাস্থ্যই সকল সুখের মূল। আমাদের সকল কর্মকান্ডের মূল উদ্দেশ্যই আমাদের স্বাস্থ্য রক্ষা।। সেই ১৪০০ বছর আগ থেকেই ইসলাম আমাদেরকে প্রতিটি পদে পদে দিক নির্দেশনা দিয়ে আসছে। আল্লাহ পাক বলেন ‘‘তোমাদের জন্য মুহাম্মদ (সঃ) এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তোমরা সেই শান্তির নিকেতন কে অনুস্মরণ কর! (আল কোরআন) "স্বচ্ছলতা ও স্বাস্থ্য এ দুটি মহাদানের মূল্য প্রায় লোকই হৃদয়ঙ্গম করতে পারে না ---- "আল হাদিস সুস্বাস্থ্য রক্ষার জন্য কি দরকার?? সঠিক আহার-পানীয়্, পর্যাপ্ত নিদ্রা আর পরিশ্রম। দেখা যাক এই সব ক্ষেত্রে ইসলাম কি বলে এবং তার বৈজ্ঞানিক সমর্থনই বা কি……… আহারঃ আহারের ক্ষেত্রে প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয় হল হালাল খাবার।। "আল্লাহ তা’য়ালা যেসব বস্তু তোমাদেরকে দিয়েছেন, তন্মধ্য থেকে হালাল ও পবিত্র বস্ত

শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব...

Image
প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদ সাজিদের কাছে একটি মেইল এসেছে সকালবেলা।মেইলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লব ধর। বিপ্লব দা'কে আমিও চিনি। সদা হাস্য এই লোকটার সাথে মাঝে মাঝেই টি.এস.সিতে দেখা হতো।দেখা হলেই উনি একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন,- 'তুই কি এখনো রাতের বেলা ভূত দেখিস?' বিপ্লব দা মনে হয় হাসিটি প্রস্তুত করেই রাখতো।দেখা হওয়া মাত্রই প্রদর্শন। বিপ্লব দা'কে চিনতাম সাজিদের মাধ্যমে। সাজিদ আর বিপ্লব দা একই ডিপার্টমেণ্টের। বিপ্লব দা সাজিদের চেয়ে দু ব্যাচ সিনিয়র। সাজিদ বিশ্ববিদ্যালয়ে এসে যে প্রথমে নাস্তিক হয়ে গিয়েছিলো, তার পুরো ক্রেডিটটাই বিপ্লব দা'র। বিপ্লব দা তাকে বিভিন্ন নাস্তিক, এ্যাগনোষ্টিকদের বই-টই পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিলো। সাজিদ এখন আর নাস্তিক নেই। আমি ক্লাশ শেষে রুমে ঢুকে দেখলাম সাজিদ বরাবরের মতোই কম্পিউটার গুতাচ্ছে।আমাকে দেখামাত্রই বললো,- 'তোর দাওয়াত আছে।' - 'কোথায়?'- আমি জিজ্ঞেস করলাম। সাজিদ বললো,- 'বিপ্লব দা দেখা করতে বলেছেন।' আমার সাথে উনার কোন লেনদেন নেই।আমাকে এভাবে দেখা করতে বলার হেতু কি বুঝলাম না।সাজিদ